ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নারাইনের জন্য আরেকটি দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৪
নারাইনের জন্য আরেকটি দুঃসংবাদ সুনীল নারাইন

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারাইনের জন্য এবার আরেকটি দুঃসংবাদ। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে থেকে তাকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।



দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে বোলিং করতে পারবেন না কলকাতা নাইট রাইডার্সের তারকা এ স্পিনার।

নারাইনকে বোলিংয়ে নিষিদ্ধ করা হয়েছে বিসিসিআই আয়োজিত যে কোনো টুর্নামেন্টের ম্যাচ থেকেও।

আর এবার তাকে ছাড়াই ভারত সফরে আসবে ক্যারিবীয়রা। শনিবার এক সংবাদমাধ্যমে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ৪ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।