ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপে ‍মিসবাহই সেরা অধিনায়ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৪
বিশ্বকাপে ‍মিসবাহই সেরা অধিনায়ক সংগৃহীত

ঢাকা: আগামী বিশ্বকাপে পাকিস্তান দলে অধিনায়ক হিসেবে মিসবাহ উল হককে সেরা মনে করছেন শহীদ আফ্রিদি।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান।

আর শেষ ম্যাচে আফ্রিদি অধিনায়ক থাকা অবস্থায় একরানে ম্যাচ হারে দলটি। পরে পিসিবি সভাপতি শাহরিয়ার খান এ ব্যাপারে চরম হতাশা প্রকাশ করেন।

আফ্রিদি বলেন, ‘আমার মতে আগামী ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মিসবাহই পছন্দের তালিকায় সেরা। আমি যখনই তার অধীনে খেলব সব সময় তার সমর্থন করব। আমি তাকে দলের ‍অধিনায়ক হিসেবে সম্মান করি। ’

তিনি আরো বলেন, ‘আমি এর আগে অধিনায়ক ছিলাম। তবে বর্তমানে পাকিস্তান দলে অধিনায়ক হিসেবে মিসবাহর বিকল্প নেই। আর আমি দলে থাকা অবস্থায় সাধ্যমতো তাকে সহযোগিতা করব। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৫ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।