ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেরা চারে আফগানিস্তান, দশে নেই টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
সেরা চারে আফগানিস্তান, দশে নেই টাইগাররা ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্ব ক্রিকেটে অনেকটা উদীয়মান দল আফগানিস্তান। কিন্তু দারুণ খেলা এ দলটি জয়-পরাজয়ের অনুপাতে চতুর্থ স্থান দখল করে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিয়েছে।



২০১১-১৪ সাল পর্যন্ত তিন বছরের ক্রিকেট সূচিতে আফগানিস্তান চতুর্থ সফল দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি ওয়ানডের তথ্য বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

গত তিন বছরের জয়-পরাজয়ের অনুপাত অনুযায়ী এ তালিকায় শীর্ষে রয়েছে ভারত। মহেন্দ্র সিং ধোনির দল শীর্ষস্থানে থাকতে অর্জন করেছে ১.৬৬ পয়েন্ট। ভারতীয়রা গত তিন বছরে ৮৭টি ওয়ানডে ম্যাচ খেলে ৫০টিতে জয়, ৩০টিতে হার, ৩টিতে ড্র আর ৪টি পরিত্যক্ত ম্যাচ নিয়ে শীর্ষে রয়েছে।

এ তালিকায় ১.৫২ পয়েন্ট নিয়ে দ. আফ্রিকা দ্বিতীয়, ১.৩৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় এবং আফগানিস্তান ১.৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

আফগানরা ২১টি ম্যাচ খেলে ১২টিতে জয় আর ৯টিতে পরাজয় মেনে নিয়েছে।

হারের বৃত্তে থাকা বাংলাদেশ ক্রিকেট দল শীর্ষ দশে স্থান পায়নি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ১৬ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।