ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড় সংগ্রহে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
বড় সংগ্রহে পাকিস্তান ছবি : সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে হার ও ওয়ানডেতে হোয়াইওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজে ভালভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।

দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান দ্বিতীয় দিনের চা-বিরতি পর সব উইকেট হারিয়ে ৪৫৪ রান করেছে।



প্রথম দিন সাত রানে দুটি উইকেট হারানো পাকিস্তান পরে ইউনুস খানের ২৫তম শতকে ম্যাচে ফিরে আসে। পরে তিনি ১০৬ রান করে মিচেল জনসনের বলে আউট হন।

এদিকে দ্বিতীয় দিন ব্যক্তিগত ১০৯ রান করে নাথান লিওনের বলে আউট হন উইকেটকিপার সরফরাজ আহমেদ। তবে তিন অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হন আসাদ শফিক।

শফিক স্টেভ ও’কিফের বলে আউট হওয়ার আগে ৮৯ রান করেন। এছাড়া অর্ধশত রান করে আউট হন অধিনায়ক মিসবাহ উল হক ও আজহার আলী।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট পান জনসন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।