ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আকর্ষণীয় খেলোয়াড়ের খেতাব পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
আকর্ষণীয় খেলোয়াড়ের খেতাব পেলেন কোহলি বিরাট কোহলি

ঢাকা: এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়ের খেতাব পেলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তারকা এ ব্যাটসম্যান খেলোয়াড়দের মধ্যে এ ক্যাটাগরিতে সবার আগে নাম লিখিয়েছেন।



আর এ তালিকাটি প্রকাশ করেছে লন্ডনের একটি সাপ্তাহিক পত্রিকা। ‘ইস্টার্ন আই’ নামের পত্রিকাটি ২০১৪ সালের এশিয়ার সবচয়ে আকর্ষণীয় ৫০ জন পুরুষের একটি তালিকায় প্রকাশ করেছে।

আর তালিকায় কোহলির স্থান ৩৮তম। অবশ্য এর আগেও কোহলি এই তালিকায় ছিলেন।

২৬ বছর বয়সী কোহলি ভারতের হয়ে ওয়ানডে খেলেছেন ১৪৬টি। ১৩৮ ইনিংস থেকে তিনি রান করেছেন ৬২০৮। ওয়ানডেতে তার ২১টি শতকের পাশাপাশি রয়েছে ৩৩টি অর্ধশতক। এছাড়া ২৯ টেস্টে ৬টি শতকের পাশে রয়েছে ৯টি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।