ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরির কবলে ওয়াটসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ইনজুরির কবলে ওয়াটসন সংগৃহীত

ঢাকা: হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠের বাইরে থাকতে পারেন শেন ওয়াটসন। আগামীকাল কার্লটন মিড ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।



এদিকে অজিরা ইতিমধ্যে দলের ব্যাটিংয়ে দুটি পরিবর্তন এনেছে। দলের অধিনায়ক জর্জ বেইলি ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে এ ম্যাচে নিষেধাজ্ঞা পেয়েছেন আর ডেভিড ওয়ার্নার হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়ে আগামীকাল মাঠে নামছেন না। সেই সঙ্গে এবার যোগ হলো ওয়াটসনের সংবাদ।

ওয়াটসনের পরিবর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও কোন নাম প্রকাশ করেনি। তবে হ্যামিস্ট্রিং ইনজুরি থেকে ফিরে আসা মিচেল মার্শকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে। পাশাপাশি বেইলির পরিবর্তে অধিনায়কত্ব পাওয়া স্টিভেন স্মিথ জানিয়েছিলেন মার্শকে স্পেশাল ব্যাটসম্যান হিসেবে দলে নেয়া হবে।

এদিকে স্মিথ আরো নিশ্চিত করেছিলেন মিচেল মার্শের বড় ভাই শন মার্শ আগামীকালের ম্যাচে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।