ঢাকা: প্রায় এক মাসের বেশি সময় পর আবারো রঙ্গিন পোশাকে মাঠে নামছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল জনসন। আগামী রোববার পার্থে কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অজিদের হয়ে মাঠে নামবেন তিনি।
জনসনের এতদিনের বিরতি সম্পর্কে জানা গেছে তিনি কিছুটা হ্যামিস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছিলেন। পাশাপাশি তার বিশ্রামেরও প্রয়োজন ছিল, কারণ ২০১৩-১৪ অ্যাশেজ থেকে ২০১৪ সূচি পর্যন্ত এ বাঁহাতি মোট ৬০২ ওভার বল করেছেন। যা, অন্য কোন ফাস্ট বোলারদের থেকে বেশি।
জনসন থেকে বেশি বল করেছেন শুধু লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ ও অজি স্পিনার নাথান লিওন। তবে জনসন আশা করছেন তার এ বিশ্রাম বিশ্বকাপ ও পরে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে ইতিবাচক প্রভাব ফেলবে।
জনসন এখন পর্যন্ত অজিদের হয়ে ১৪৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। যেখানে ৪.৮২ ইকোনোমিতে ২২১টি উইকেট পেয়েছেন এ তারকা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫