ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সন্তানের কাছে প্রত্যাশা তাদের

তৌহিদুল আলম, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
সন্তানের কাছে প্রত্যাশা তাদের ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিমান বন্দরে প্রচন্ড ভীড়। একে একে ক্রিকেটাররা আসছেন।

সন্ধ্যা প্রায় সাতটার কাছাকাছি, এমন সময় নিজ গাড়িতে করে এলেন এনামুল হক বিজয় এবং তার মা-বাবা।

গাড়ি থেকে নেমেই ফটো সাংবাদিকদের অনুরোধে সন্তানের সঙ্গে ছবিও তুললেন বিজয়ের বাবা-মা।

এ সময় বাংলানিউজের সঙ্গে কথা হয় এনামুল হক বিজয়ের মা শাহনাজ পারভীনের  সঙ্গে। কোটি সমর্থকদের  মতো শাহনাজ পারভীনেরও চাওয়া ছেলে ভালো করুক বিশ্বকাপে। শাহনাজ পারভীন বলেন ‘ছেলে ভালো করুক আমি তা চাই। দেশের মুখ উজ্জ্বল করুক। আশা করি ও ভালো করবে। ’

মুশফিকুর রহিমকে বিদায় দিতে এসেছিলেন তার বাবা মাহবুব হামিদ এবং মা রহিমা খাতুন।

মাহবুব হামিদ বাংলানিউজকে বলেন, ‘এটা তার তৃতীয় বিশ্বকাপ। এর আগেই মুশফিকের এরকম অভিজ্ঞতা হয়েছে। আশা করি ইনজুরি মুক্ত থাকবে আমার ছেলে। ’

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।