ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার বছরের টুর্নামেন্ট সূচি চূড়ান্ত করলো আইসিসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
চার বছরের টুর্নামেন্ট সূচি চূড়ান্ত করলো আইসিসি

ঢাকা: আইসিসির বোর্ড মিটিংয়ে ২০১৫  থেকে ২০১৯ পর্যন্ত  সূচি চূড়ান্ত করা হয়েছে।   আগামী বছর ভারতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মার্চ থেকে ০৩ এপ্রিল পর্যন্ত।



তার আগেই ২০১৬ সালে বাংলাদেশে বসবে অনূর্দ্ধ-১৯ বিশ্বকাপের আসর। ২২ জানুয়ারি শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শেষ হবে।

এছাড়া ২০১৭ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ইংল্যান্ডে র‍্যাকিংয়ের শীর্ষ আট দল নিয়ে চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স লিগ।

২০১৮ সালের ১ মার্চ থেকে ৪ এপ্রিল ঢাকায় শুরু হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ড। আর ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে, যা শেষ হবে ১৫ জুলাই।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।