ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্রিসবেনে অনুশীলন করলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
ব্রিসবেনে অনুশীলন করলেন তামিম ছবি : সংগৃহীত

ঢাকা: গতকালই ব্রিসবেনে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তামিম ইকবাল। আজ নিজের অনুশীলনের কাজটাও সেড়ে নিলেন হাঁটুর ইনজুরি থেকে ফেরা এ বাঁহাতি ব্যাটসম্যান।



পুরোপুরি ফিটনেস পাওয়ার লক্ষ্যেই নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছেন তামিম। গত মাসে মেলবোর্নে তার বাঁ পায়ের হাঁটুতে অস্ত্রপচার করা হয়েছিল। ডা. ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রপচার শেষে এই প্রথমবারের মতো অনুশীলন করলেন তামিম।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেন মাহমুদ বলেন, ‘তামিম দলের অনুশীলনে যোগ দিয়ে নেটে ব্যাটিং প্র্যাকটিস করেছে। সে বিশ্বকাপ শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে। আশা করছি প্রস্তুতি ম্যাচেই সে মাঠে নামতে পারবে। ’

ফেব্রুয়ারির ৯ তারিখে পাকিস্তান ও ১২ তারিখে আয়াল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।