ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইংলিশ পেসে বিপর্যস্ত ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
ইংলিশ পেসে বিপর্যস্ত ভারত সংগৃহীত

ঢাকা: পরিসংখ্যানটি এমন যে, কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই ভারতের সামনে। কিন্তু, ইংলিশ পেস অ্যাটাকের সামনে নির্ধারিত ওভার শেষ হবার আগেই ২০০ রানে অলআউট ধোনি-কোহলিরা।



জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৬ রান।

এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ শুরুতে বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েছিল। দই ওপেনার অজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৮৩ রান। ৩৮ রান করে ধাওয়ান আউট হওয়ার পরেই দ্রশ্যপট বদলে যায়।

একপ্রান্ত রাহানে আগলে রাখলেও অপর প্রান্তে আসা যাওয়ার মিছিলে ছিলেন বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনির মতো ব্যাটসম্যানেরা। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই অলআউট হয় ভারত। ভারতীয় ইনিংসে সর্বোচ্চ ৭৩ রান আসে রাহানের ব্যাট থেকে।

ইংল্যান্ডের হয়ে পাঁচ বোলারই উইকেট লাভ করেন। সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন স্টিভেন ফিন। এছাড়াও দু’টি করে উইকেট লাভ করেন ক্রিস উকস, স্টুয়ার্ট ব্রড ও মঈন আলী। বাকি এক উইকেট নেন জেমস অ্যান্ডারসন। এক উইকেট নিলেও ২.৬৬ ইকোনমি রেটে সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন অ্যান্ডারসন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।