ঢাকা: জয়রাজ শেখের অপরাজিত সেঞ্চুরিতে শ্রীলঙ্কা অনুর্ধ-১৯’র বিপক্ষে তিন দিনের ম্যাচে ড্র করলো বাংলাদেশ অনুর্ধ-১৯। ডাম্বুলায় শেষদিনে ৭৩ রানের লিড নিয়ে খেলা শেষ করে টাইগার যুবারা।
প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের সকালে ২১৬ রানে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান আসে সালিন্দু উষানের ব্যাট থেকে। তবে দলের অন্য ব্যাটসম্যানরা তেমন কোন স্কোর করতে পারেনি। চারজন ২০ রানের নিচেই আউট হয়েছেন।
বাংলাদেশ দলের বাহাঁতি স্পিনার নিহাদুজ্জামান পাঁচ উইকেট নিয়েছেন। আর অফস্পিনার মেহেদি হাসান নিয়েছেন তিন উইকেট।
এদিকে সফরকারিরা ব্যাটিংয়ে নেমে ৭৮ রানে দুই উইকেট হারালে বৃষ্টি হানা দেয়। তবে ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম দ্রুত ৬৯ বলে ৫৬ রান করেন। পরে জয়রাজ ১৬৭ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন। সেঞ্চুরি করতে তিনি ১১টি বাউন্ডারি মারেন।
শেষ পর্যন্ত বাংলাদেশ আট উইকেট হারিয়ে ২৮৯ রান করলে ম্যাচটি ড্র হয়। লঙ্কান বোলারদের মধ্যে চার উইকেট নিয়েছেন নিশান পিরিস।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫