ঢাকা: টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। তবে সীমিত ওভারের ম্যাচে নিয়মিত ভাবে খেলতে চান তিনি।
কিছুদিন আগে জেসন হোল্ডারের কাছে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানোর পরই এমন সিদ্ধান্ত নিলেন ব্রাভো। এছাড়া সম্প্রতি দক্ষিন আফ্রিকা সফর ও বিশ্বকাপেও ক্যারিবীয় দলে রাখা হয়নি তাকে।
এর আগে সর্বশেষ ভারত সফরে ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন ব্রাভো। তবে দেশটির ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের মাঝে দেনা-পাওনার সমস্যায় এক ম্যাচ না খেলেই দেশে ফেরত আসে দলটি। পরে দলের নির্বাচক ক্লাইভ লয়েড তাকে এবং কাইরন পোলার্ডকে দলের বাইরে রাখেন।
২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হওয়া ব্রাভো এখন পর্যন্ত দলের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন। ৩১.৪২ গড়ে তিনটি সেঞ্চুরি সহ ২২০০ রান করেছেন তিনি। পাশাপাশি ৩.১৭ ইকোনোমিতে ৮৬টি উইকেট নিয়েছেন এ অলরাউন্ডার।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুযারি ৩১, ২০১৫