ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ম্যাক্সওয়েলের বিশ্বসেরা ওয়ানডে একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ম্যাক্সওয়েলের বিশ্বসেরা ওয়ানডে একাদশ গ্লেন ম্যাক্সওয়েল

ঢাকা: অস্ট্রেলিয়ার হার্ডহিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল সর্বকালের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন। তবে, এর মধ্যে কেউই আসন্ন ক্রিকেট বিশ্বকাপের সদস্য নন।

বলতে গেলে সবাই একদিনের ক্রিকেটের লিজেন্ড বলে পরিচিত।

ম্যাক্সওয়েলের পছন্দের একাদশের মধ্যে পাঁচজনই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দু’জন করে পাকিস্তানি ও ওয়েস্ট ইন্ডিয়ান। বাকি দু’জনের মধ্যে একজন ভারতীয় ও একজন দক্ষিণ আফ্রিকান।

একাদশের ক্রিকেটাররা হলেন- অ্যাডাম গিলক্রিস্ট, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, ব্রায়ান লারা, ডিন জোনস, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ওয়াকার ইউনুস ও গ্লেন ম্যাকগ্রা। ব্যাটিং অর্ডার অনুযায়ী তার একাদশটি সাজানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন ম্যাক্সওয়েল। এছাড়াও সেরা তরুণ ক্রিকেটার হয়েছেন ‘হিউজ ট্র্যাজেডির’ নায়ক শেন অ্যাবোট। আর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উঠেছে স্টিভেন স্মিথের হাতে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।