ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হারলেও অভিজ্ঞতা কাজে লাগবে টাইগারদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
হারলেও অভিজ্ঞতা কাজে লাগবে টাইগারদের ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ছয় উইকেটে হারার পরও মানসিকভাবে শক্ত আছে বাংলাদেশ। বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এমনটিই নিশ্চিত করেছেন।



তিনি জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ান কন্ডিশন বুঝে নেওয়ার জন্যে এই ম্যাচ দুইটি দারুণ কাজে দেবে।   মূল ম্যাচগুলোতে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগবে। ’

দলে কোন ইনজুরি সমস্যা নেই বলেও জানিয়েছেন টিম ম্যানেজার। মাশরাফি কিংবা তাসকিনের ইনজুরি নিয়ে দেশে যে শঙ্কা দেখা দিয়েছে তা নিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আসলে সাবধানতার জন্যেই তাদের খেলানো হয়নি। যেহেতু লম্বা ট্যুর তাই মূল আসর শুরু হওয়ার আগে সবাইকে ফিট রাখার ব্যাপারে সতর্ক আছে টিম ম্যানেজম্যান্ট। ’

বিসিবির উদ্যোগে আয়োজিত প্রথম প্রস্তুতি ম্যাচেও অস্ট্রেলিয়ান একাদশের কাছে পাঁচ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

তবে বিসিবির এই উদ্যোগকে বেশ কার্যকরী বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। তিনি বলেন, ‘যে দুটো ম্যাচ আয়োজন করেছে বিসিবি, তাতে হারলেও সমস্যা নেই। পুরো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যে এর চেয়ে ভালো ব্যবস্থা হতে পারে না। ম্যাচ প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ন। ’

আগামী ৯ ফেব্রুয়ারি আইসিসি অনুমোদিত প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির সহযোগী দেশ আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।