ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাবা হলেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বাবা হলেন ধোনি মাহেন্দ্র সিং ধোনি ও তার স্ত্রী সাক্ষী

ঢাকা: বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মাঝে খুশির খবর পেলেন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি।

কন্যা সন্তানের বাবা হবার গৌরব অর্জন করেছেন এ তারকা ক্রিকেটার। ভারতের গারগনে ফোরর্টিস হাসপাতালে জন্ম নেয় ধোনি ও তার স্ত্রী সাক্ষীর প্রথম সন্তান।

এদিকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়া ভারতীয় দলের সঙ্গে ধোনি এখন অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তাই প্রথম সন্তানের জন্মের সময় দেশে থাকতে পারেন নি তিনি।

এর আগে ২০১০ সালে চার জুলাই ধোনি এবং সাক্ষী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর চার বছর পর তারা প্রথম সন্তানের মুখ দেখলেন।

২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ধোনি এখন পর্যন্ত ভারতের হয়ে ২৫৪টি ওডিআই খেলেছেন। যেখানে ৫২.২৯ গড়ে নয়টি সেঞ্চুরি সহ ৮২৬২ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।