ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ডের সহজ জয় মঈন আলী

ঢাকা: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নয় উইকেটের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয়দের দেয় ১২৩ রানের স্বল্প টার্গেটে ২২.৫ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় ইংলিশরা।



সিডনী ক্রিকেট গ্রাউন্ডে জয়ের লক্ষে খেলতে নেমে ওপেনিং জুটিতে ৭০ রান তোলেন ইয়ান বেল ও মঈন আলী। মঈন আক্রমণাত্বভাবে খেলে ৪৩ বলে নয় চারে ৪৬ রান করে কেমার রোচের শিকার হন। তবে জস টেইলরকে সঙ্গে নিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন বেল। বেল ৩৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্রিস গেইলরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন লেন্দল সিমন্স। ক্রিস ওকস ৭.৩ ওভারে ১৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নিয়েছেন।

ম্যাচ সেরা মঈন আলী।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।