ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যাক্ত কিউই-জিম্বাবুয়ে ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বৃষ্টিতে পরিত্যাক্ত কিউই-জিম্বাবুয়ে ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে লিনক্লনের বের্ট স্টুক্লিফ ওভালে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংসের ৩০.১ ওভারেই বৃষ্টি হানা দেয়।

শেষ পর্যন্ত বল আর মাঠে গড়ায়নি।

এদিকে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে এক রকমের অঘটনের শিকার হতে পারত কিউইরা। কারণ দলটি জিম্বাবুইয়ান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১৫৭ রানেই নিজেদের সাতটি উইকেট হারায়। তবে সফরকারি বোলাদের সামনে একাই প্রাচীর হয়ে দাড়ান ওপেনার মার্টিন গুপতিল।

গুপতিল ৮৬ বলে ১৩ চার ও দুই ছয়ে ১০০ রান করে সিকান্দার রাজার বলে আউট হন। অন্যপ্রান্তে রস টেইলর ছাড়া আর কেউ দুই অঙ্গের ঘরে পৌছাতে পারেনি। তিনাশা পানিয়াঙ্গারা ও এলটন চিগুম্বরা দুটি করে উইকেট নিয়েছেন।

আগামী ১১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড হেগলি ওভাল ক্রাইসচার্চে দক্ষিন আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। আর এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।