ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্যের দুর্দান্ত অর্ধশতক

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
সৌম্যের দুর্দান্ত অর্ধশতক ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে দৃষ্টিদন্দন অর্ধশতক করেছে বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। ৪১ বল খেলে ৮ চারের সাহায্যে অর্ধশতক পূর্ণ করেন সৌম্য।



এটি তার ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক। ১৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৬.৩০ গড়ে নিয়েছেন ৬০২ রান। তার ব্যাটিং ক্যারিয়ারে রয়েছে ১২৭ রানের ঝকঝকে একটি শতক।

অপরপ্রান্তে ব্যাটিংয়ে রয়েছেন তামিম ইকবাল। তিনিও দারুণভাবে ব্যাট চালিয়ে যাচ্ছেন।

বৃষ্টি বিঘ্নিত নির্ধারিত ম্যাচে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ১৭০ রান টার্গেট দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এসএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।