ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেল ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: টানা চার সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয়ের পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশের অধিনায়ক।



তিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচ জয়ের জন্য মাঠে নামে।   আর সব বিভাগে ভাল খেললেই জয় আসে।   তবে বড় দলের সঙ্গে সিরিজ জয়ের মধ্যে বাড়তি আনন্দ থাকে।   যা আমরা গত চার সিরিজে পেয়েছি।

মাশরাফি বলেন, ‘টিম যখন হারের মধ্যে ঢুকে যায় তখন বাইর থেকে অনেকে অনেক কথা বলে।   অনেক চাপও থাকে।   এর ফলে অনেক খেলোয়াড় হতাশাগ্রস্থ হয়।   দক্ষিণ আফ্রিকা সিরিজেও একই ধরণের পরিস্থিতির স্বীকার হতে হয়েছে।   প্রথম দুইটি টোয়েন্টি ম্যাচ এবং প্রথম ওয়ানডেতে হারার পর খেলোয়াড়দের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছিল।   প্রথম ওয়ানডের পর আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি।   কিভাবে দলকে অন্য উচ্চতায় নিয়ে যায়। এর ফলে টিমের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ভাল খেলে সিরিজ জয় করেছি। ’

সিরিজ জয়ের পর এক সঙ্গে আনন্দ উদযাপন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘সিরিজ জয় বা ম্যাচ জয়ের পর আমরা তা ভালভাবে উদযাপন করতে পারি না। ম্যাচ জয়ের পর নিজ নিজ রুমে আনন্দ উদযাপন করতে হয়।   কিন্তু অন্য দেশগুলো খুব ভাল ভাবেই আনন্দ উপভোগ করে।   ম্যাচ বা সিরিজ জয়ের আনন্দ যদি আরো বেশি উপভোগ করা যেত তবে দল আরো ভাল করতো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ আফ্রিকা দলের তারকা খেলোয়াড় এবি ডিভিলিয়াস না থাকায় বাংলাদেশ বাড়তি কোন সুযোগ লাভ করেছে কিনা এমন প্রশ্নে মাশরাফি বলেন, ‘এবি ডিভিলিয়াস একজন তারকা খেলোয়াড়।   তার অনুপস্থিতিতে বিশ্বের সব শক্তিশালী দলই সুযোগ লাভ করে।   তবে সিরিজ জয়ে এবি ডিভিলিয়াস বাঁধা হয়ে দাঁড়াতে পারত না। কিন্তু জয়টা একটু কঠিন হতো। ’

বিশ্বকাপের অভিজ্ঞতা বাংলাদেশ দলকে অনেক বেশি আত্মবিশ্বাসী করেছে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ শুরুর আগে বলেছিলাম বিশ্বকাপে ভাল করলে সারা বছরটা আমাদের ভাল যাবে।   বিশ্বকাপে ভাল খেলার মাধ্যমে খেলোয়াড়রা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছে। তাদের মধ্যে বিশ্বকাপ জয়ের স্বপ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে টানা তিন সিরিজে জয় লাভ করা সম্ভব হয়েছে। ’

ঈদের আগে দক্সিণ আফ্রিকার মতো বড় একটি দলের বিরুদ্ধে সিরিজ জয় করায় জাতীয় দলের খেলোয়াড়দের জন্য একদিন বেশি ঈদের ছুটি দাবি করেছেন মাশরাফি।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।