ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির আবদার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
প্রধানমন্ত্রীর কাছে মাশরাফির আবদার ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুধবার (১৫ জুলাই) দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টানা চতুর্থ সিরিজ জয়ের পর প্রধানমন্ত্রীর কাছে আবদার জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আবদার বড় কিছু নয়, একদিনের বাড়তি ছুটি।

যাতে করে ঈদের আনন্দটা একটু ভালোভাবে উপভোগ করা যায়। ম্যাচ শেষে কথা বলার সময় গতানুগতিক ভঙ্গিমায় মাশরাফি এ আবদার জানালেন প্রধানন্ত্রীর কাছে।
 
১০ জুলাই তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটের ব্যবধানে হেরে যায় দক্ষিণ আফ্রিকার কাছে। ৫৩ বল বাকি থাকতেই জয়ের ঘরে পৌঁছে যায় তারা। এতে হতাশ হয়ে পড়েন অনেক দর্শক। টিম বাংলাদেশে কিছুটা হলেও হতাশা কাজ করে।

১-০ ব্যবধান থেকে ঘুরে দাঁড়িয়ে ২-১ এ সিরিজ জয় করা খুবই কঠিন একটি কাজ। যা করে দেখিয়েছে টাইগাররা।

মাশরাফি বলেন, প্রথম ম্যাচে হারার পর দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন। তারপরও টিম মেম্বারদের আন্তরিক চেষ্টায় সিরিজ জয় করা সম্ভব হয়েছে।

কঠিন এ জয়ের পর টাইগাররা প্রধানমন্ত্রীর কাছে বড় কিছু চাইবেন এটাই স্বাভাবিক। কিন্তু সব কিছু বাদ দিয়ে এক দিনের ছুটি চাইলেন টাইগার অধিনায়ক। যা সবাইকে আশ্চর্য করেছে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫     
এমজেড/

** বাংলাদেশ ভাল খেলেই সিরিজ জিতেছে : ডুমিনি
** সিরিজ জয়ে ‘ঈদ মোবারক’
** শতকের চেয়ে সিরিজ জয়ের আনন্দ বেশি : সৌম্য
** টানা চতুর্থ সিরিজ জয়
** সিরিজ জয় বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেল
** সিরিজ জয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
** ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন
** ঈদের আগে ঈদ আনন্দ
** সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
** সিরিজ জেতায় টাইগারদের খালেদার অভিনন্দন
** দুর্দান্ত খেলেও সেঞ্চুরি বঞ্চিত সৌম্য
** রান তোলায় টাইগার- প্রোটিয়া পার্থক্য যেখানে

** সৌম্যের দুর্দান্ত অর্ধশতক
** সিরিজ জয়ের সু-বাতাস পাচ্ছে বাংলাদেশ
** উদ্বোধনী জুটিতে টাইগারদের শতক পার
** ১০ ওভার শেষে শক্ত অবস্থানে টাইগাররা
** সতর্ক ব্যাটিংয়ে তামিম-সৌম্য
** প্রতিরোধ গুঁড়িয়ে দিলেন মাশরাফি
**  মাশরাফির ২০০তম উইকেটে দিশেহারা প্রোটিয়ারা
** ডুমিনি-মিলারের প্রতিরোধ চেষ্টা
** খেলা শুরু হতে হবে ১০:২০ মিনিটের আগে এবং...
** থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা
** বৃষ্টি হানায় বন্ধ ম্যাচ
** দলকে টানছেন মিলার-ডুমিনি
** আমলাকে ফেরালেন সাকিব
** দু’বার বেঁচে গেলেন আমলা
** সাকিবের ঘূর্ণিতে ফিরলেন প্লেসিস
** শুরুতেই ডি কককে ফেরালেন মুস্তাফিজ
** সিরিজ জিততে ফিল্ডিংয়ে টাইগাররা
** টস জিতে ব্যাটিং নিয়েছে প্রোটিয়ারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।