ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ভাল খেলেই সিরিজ জিতেছে : ডুমিনি

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বাংলাদেশ ভাল খেলেই সিরিজ জিতেছে : ডুমিনি জেপি ডুমিনি / ফাইল ফটো

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম: বাংলাদেশ ভাল খেলেই সিরিজ জিতেছে। সেক্ষেত্রে হোম কন্ডিশনটা স্বাগতিকদের  বাড়তি সুবিধা দিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড় জেপি ডুমিনি।



বুধবার রাতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানিডে শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন প্রোটিয়া দলের মুখপাত্র।

বাংলাদেশ দলের প্রশংসা করে ডুমিনি বলেন, ‘স্বাগতিকদের সব খেলোয়াড়রা ভাল খেলে।   বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং সব বিভাগে তারা সাফল্য দেখিয়েছে। এছাড়া কন্ডিশনটা তাদের অনুকূলে ছিল।   তারা নিজেদের কন্ডিশনটা ভালভাবেই কাজে লাগিয়েছে। তাই সিরিজ জয়টা অনেক সহজ হয়েছে। ’

বাংলাদেশ সফরকে টপ ট্যুর উল্লেখ করে ডুমিনি বলেন, ‘বাংলাদেশের খেলোয়াড়রা অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে একটি অদৃশ্য সমন্বয় ছিল। যা সাফল্যের ক্ষেত্রে শক্তি সঞ্চার করেছে। ’

তিনি বলেন, ‘স্বাগতিকদের ক্রেডিট দিতেই হবে। তারা অসাধারণ খেলেছে। ’

জেপি বলেন, ‘তৃতীয়  ম্যাচ সিরিজের জন্য কঠিন অবস্থার পরিস্থিতি সৃষ্টি করেছিল। তবে এ ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের যে গেইম প্ল্যান তা ভালো কাজ করেছে। তারা অনেক ভালো পরিকল্পনা করেছিল শেষ ওয়ানডে নিয়ে। ভালোভাবেই জয় নিয়ে সিরিজে ফিরে এসেছে। ’

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ হারের কারণ হিসেবে প্রোটিয়া দলের মুখপাত্র বলেন, ‘প্রথম ওয়ানডেতে আমরা ভাল খেললেও পরবর্তী দুই ম্যাচে তিন বিভাগে ভাল অবস্থানে ছিল না খেলোয়াড়রা। এছাড়া ম্যাচে পার্টনারশিপটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু গত দুই ম্যাচে আমরা ভাল কোন পার্টনারশিপ গড়ে তুলতে পারিনি। ’

তবে টেস্ট সিরিজে ভালোভাবে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন ডুমিনি।

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জয় করে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।