ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এসেছেন স্টেইনরা, ফিরে গেছেন মিলার-তাহিররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
এসেছেন স্টেইনরা, ফিরে গেছেন মিলার-তাহিররা সংগৃহীত

ঢাকা: টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রাম পৌঁছেছে ডেল স্টেইনসহ দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের ৮ ক্রিকেটার। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় ক্রিকেটাররা চট্টগ্রাম পৌঁছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনেও নেমে গেছে প্রোটিয়া শিবির। আগামি ২১ জুন এ মাঠেই সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে হাশিম আমলার দক্ষিণ আফ্রিকা।
 
এ দিকে প্রোটিয়াদের টেস্ট দলে জায়গা পাওয়া ৯ ওয়ানডে ক্রিকেটার বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় শাহ-আমানত বিমানবন্দর থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।  

ওয়ানডে সিরিজ সুখকর হয়নি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের জন্য। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড (১-০) নিয়েও শেষ পর্যন্ত ২-১ এ সিরিজ হারে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ফাফ ডু প্লেসি, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারণ ফ্যাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), ডিল এলগার, রিজা হেনড্রিকস,  স্টিয়ান ভ্যান জাইল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হারমার, থিম্বা বাভুমা, ডেন ভিলাস।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা,জুলাই ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।