ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

জয়ের ধারা অব্যাহত রাখা বড় চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
জয়ের ধারা অব্যাহত রাখা বড় চ্যালেঞ্জ ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ জয়ের পর এই ধারাটা অব্যাহত রাখা এ মুহুর্তে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বললেন মাহমুদুল্লাহ রিয়াদ।

বৃহস্পতিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে এভাবেই টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের মনোভাব তুলে ধরেন তিনি।



সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে টাইগারদের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে থেকেই জয়ের ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস ছিল।   সিরিজের প্রথম ম্যাচ হারের  পরও আত্মবিশ্বাসে কমতি হয়নি।   বরং পুরোদমে টিমওয়ার্কের মাধ্যমে সিরিজে জয় লাভ করেছি।  

‘সবার মধ্যেই সিরিজ জয়ের চেষ্টা ছিল। সবাই ভালো খেলেছে।   সবার ঐকান্তিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আমরা জয়ী হয়েছি। ’

সিরিজ জয়ের উদযাপন নিয়ে তিনি বলেন, ভালোভাবেই উদযাপন করেছি।   অন্যান্য সিরিজ জয় যেভাবে সবাই মিলে উদযাপন করি এবারও তাই হয়েছে।
নিজেদের জন্য টেস্ট ম্যাচের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আমাদের জন্য টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।   কারণ টেস্টে আমাদের আরও অনেক কিছু অর্জন করার আছে।   এখানে ভালো করতে হলে আমাদের প্রতিদিনের পারফরমেন্স ভালো করতে হবে, সেশনগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে।   তাহলেই টেস্টে আমরা ভালো কিছু করতে পারবো।

তিনি বলেন, আমাদের ভালো খেলোয়াড় আছে।   তামিম-সাকিবের মতো অভিজ্ঞ খেলেয়াড় আছে।   বলিং লাইন আপ-ফিল্ডিংও আমাদের খেলোয়াড়রা ভালো করে। আশা করি সব্বোর্চ খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শক্ত অবস্থান দাঁড় করাতে পারবো।

ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলোর সঙ্গে সিরিজ জয়ের পর বাংলাদেশকে পরাশক্তি মনে করছেন বিশ্বের ক্রিক্রেট বোদ্ধারা।   এ বিষয়ে মাহমুদুল্লাহ বলেন, সবগুলো টেস্ট খেলুড়ে দলকেই আমরা পরাজিত করেছি।   গুরুত্বপূর্ণ মুহুর্তে ভালো খেলে ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা টাইগাররা রাখে।   সৌম্যের ক্লাসিক্যাল ব্যাটিং, তামিমের অভিজ্ঞতা যেকোন পরিস্থিতিকে ম্যাচকে আয়ত্তে নিয়ে আসতে পারে।

‘আমরা এখন যেকোন বড় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার সামর্থ্য রাখি।   তবে আরও ভালো করতে হবে। শুধু জয়ী হলে হবে না।   জয়ের এ ধারা অব্যাহত রাখতে হবে এবং এটা আমাদের জন্য খুবই জরুরী। ’

দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে টেস্ট ম্যাচে বিশেষ পরিক্ল্পনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, বিশেষ কোন পরিকল্পনা নেই। দক্ষিণ আফ্রিকা শক্তিশালী দল। আমরা আমাদের সর্ব্বোচটা দিয়ে লড়াই করবো।

ম্যাচে পরাজিত হলেই সমালোচনার সম্মুখীন হতে হয়।   এ বিষয়ে তিনি বলেন, আলোচনা-সমালোচনা সবসময় থাকবে। খারাপ করলে যেমন সমালোচনার সম্মুখীন হতে হয়, তেমনি ভালো করলে প্রশংসাও আসে।   তবে আমরা আলোচনা-সমালোচনার জন্য খেলি না।   প্রত্যেক ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।   জয়ের ইচ্ছা-আকাঙ্খা নিয়েই প্রত্যেকটি খেলোয়াড় মাঠে নামে।

‘ম্যাচ জয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।   বিশ্বকাপের পর থেকেই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। তাই বড় দলগুলোর সঙ্গে সিরিজ জিতেছি। ’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন করছে টাইগাররা।
আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
বিপি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।