ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাদা পোষাকেও মুস্তাফিজের বাজিমাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
সাদা পোষাকেও মুস্তাফিজের বাজিমাত ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অভিষেক টেস্ট খেলতে নেমেই বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। নিজের ব্যক্তিগত ১৪তম ওভারে তুলে নিয়েছেন তিনটি উইকেট।

আর এরই মধ্যে ম্যাচের পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ।

দলীয় ৬০তম ওভারের প্রথম বলে মুস্তাফিজের বলে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হাশিম আমলা লিটন দাশকে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন। পরের বলেই জেপি ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান কার্টার এ মাস্টার।

এদিকে ওভারের তৃতীয় বলটি ব্যাটিংয়ে আসা কুইন্টন ডি কক কোনোভাবে সামাল নিলেও পরের বলে তার স্ট্যাম্প ভেঙে দেন মুস্তাফিজ। অল্পের জন্য হ্যাটট্রিক বঞ্চিত হন এ বাঁহাতি ফাস্ট বোলার।

এর আগে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে ম্যাচে মুস্তাফিজ পাঁচ উইকেট নিয়েছিলেন। এখন পর্যন্ত সাতক্ষীরার এ বোলার ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে ১৮টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।