ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টে ভালো কিছু করার প্রত্যয় টাইগারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
টেস্টে ভালো কিছু করার প্রত্যয় টাইগারদের ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টেও ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস।  

শুক্রবার (১৭ জুলাই) সকালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন শেষে টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের মনোভাব তুলে ধরেন এ ক্রিকেটার।



সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে টাইগার ব্যাটসম্যান ইমরুল বলেন, ‘দেশের মাটিতে টানা চতুর্থ সিরিজ জয়ের পর বাংলাদেশ এখন ভালো ফর্মে আছে।   সিরিজ গুলোতে আমরা যে উপায়ে খেলেছি , সেই উপায়ে খেলতে পারলে টেস্টে ভালো কিছু করা অসম্ভব কিছু না।   কারণ বাংলাদেশ তিন বিভাগেই চমৎকার সমন্বয়ের পরিচয় দিচ্ছে। ’

নিজেদের জন্য টেস্ট ম্যাচের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের জন্য টেস্ট ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।   কারণ টেস্টে আমাদের আরও অনেক কিছু অর্জন করার আছে।   এখানে ভালো করতে হলে আমাদের প্রতিদিনের পারফরমেন্স ভালো করতে হবে, সেশনগুলো যথাযথভাবে কাজে লাগাতে হবে।   তাহলেই টেস্টে আমরা ভালো কিছু করতে পারবো। ’

টেস্ট ম্যাচে ওপেনিংটা চ্যালিঞ্জিং উল্লেখ করে ইমরুল বলেন, ‘ওপেনিং এর উপর টেস্ট ম্যাচগুলো নির্ভর করে।   যদি প্রথম দুইজন ভাল খেলতে পারে তবে পরবর্তী ব্যাটসম্যানরাও এর ধারবাহিকতা বজায় রাখে।   তাই আমাদেরও লক্ষ্য থাকবে শুরুতে ভাল কিছু করার। ’

স্টেইন, মরকেলকে বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন কিনা এমন প্রশ্নে ইমরুল বলেন, ‘বিশ্বের ভাল দেশগুলোর সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা আমাদের আছে। তারকা বোলাদের মোকাবেলার করার সামর্থ্যও রয়েছে।   এছাড়া স্টেইন বা মরকেলের মতো বোলারের বিরুদ্ধে আগেও অনেক ম্যাচ খেলেছি।   যে পজিটিভ ওয়েতে বাংলাদেশ খেলছে এতে স্টেইন বা মরকেলকে মোকাবেলা করতে কোন অসুবিধাই হবে না। ’

ইমরুল বলেন, ‘বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব অনেক বেশি।   প্রত্যেক সিরিজে তারা অধিকাংশ উইকেট নেয়।   এবারও তাদের ভাল খেলতে হবে।   ভাল খেলে উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখতে হবে।   শুধু বোলার নয় দলের প্রত্যেক খেলোয়াড়রা যদি তাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে পারে তবে টেস্ট জয় কোন ব্যাপানেই না। ’

চট্টগ্রামকে লাকি গ্রাউন্ড উল্লেখ করে বাংলাদেশ দলের এ ব্যাটসম্যান বলেন, ‘চট্টগ্রামে গত টেস্ট ম্যাচগুলোতে ভাল কিছু করার রেকর্ড বাংলাদেশের আছে।   দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আশাকরি আমরা ভাল খেলতে পারব।   জয় যদিও না আসে ড্র এর ব্যাপারে আমি আশাবাদী। ’  

এর আগে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে বাংলাদেশ দলের কোচ হাতুড়ে সিংহের তত্ত্বাবধানে অনুশীলন করেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, জুবাইর, তাইজুল ইসলাম।

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৭,২০১৫
বিপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।