ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

গেইলের শাস্তি মওকুফ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
গেইলের শাস্তি মওকুফ! ক্রিস গেইল/ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিস গেইলের ওপর অর্পিত শাস্তি মওকুফের সিদ্ধান্ত নিযেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড(ডব্লিউআইসিবি)। গত জানুয়ারীতে বোর্ডের নির্বাচকদের সমালোচনা করায় শৃঙ্খলা ভঙ্গের চার্জ গঠন করা হয় এ বাঁহাতি ব্যাটসম্যানের ওপর।



অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে ক্যারবীয়ান দলে ডোয়েন ব্রাভো ও কাইরন পোলার্ডকে দল থেকে বাদ দেয়ায় প্রধান নির্বাচক ক্লাইভ লয়েডের ওপর চটেছিলেন গেইল। তিনি বলেছিলেন, ব্যাপারটি ‘হাস্যকর’। পরে গেইলের ওপর বোর্ডের আচরণ বিধির ধারা ৯ অনুযায়ী চার্জ গঠন করা হয়।

এ ব্যাপারটি নিশ্চিত করে বোর্ডের এক বিজ্ঞপ্তিতি বলা হয়, ‘শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, তার ওপর করা চার্জটি মওকুফ করা হবে। আর গেইলকেও এ ব্যপারে জানানো হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।