ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজশাহীতে ঈদ করছেন সাব্বির, ঢাকায় সৌম্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
রাজশাহীতে ঈদ করছেন সাব্বির, ঢাকায় সৌম্য ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটাররাই চট্রগ্রামে ঈদ করছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট দলে সাব্বির রহমান না থাকায় তিনি নিজ বাড়ি রাজশাহীতে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করছেন।

অন্যদিকে টেস্ট দলে থাকা অন্য ক্রিকেটার সৌম্য সরকার দু’দিনের ছুটিতে ঢাকায় আছেন।

বিগত ওয়ানডে সিরিজ গুলোতে টাইগারদের জয়ের পেছনে অসাধারণ অবদান রেখেছেন সাব্বির। তার মারুকুটে ব্যাটিং বাংলাদেশের জয়কে সহজ করে দিয়েছে। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ব্যাটিং করা এ মিডলঅর্ডার টেস্ট স্কোয়াডে রয়েছেন দলের বাইরে। তাই খুশির এ ঈদে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় পার করছেন।

জাতীয় দলের এ ক্রিকেটার সাব্বির ঈদের নামাজ আদায় করেছেন তার বাবা ও ভাইয়ের সঙ্গে। ‍অন্যদিকে সাব্বিরের সঙ্গে এদিন একই ফ্রেমে দেখা যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটকে।


উল্লেখ্য, সকাল সাড় আটটায় চট্রগ্রামদ নগরীর দামপাড়া পুলিশ লাইনস মসজিদে ঈদের নামাজ আদায় করেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।   এছাড়া চট্টগ্রামে ঈদ করছেন রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও লিটন দাশও।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।