ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদের ছুটি শেষে কঠোর অনুশীলনে টাইগাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ঈদের ছুটি শেষে কঠোর অনুশীলনে টাইগাররা ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম থেকে : দুই দিন ঈদের ছুটি শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরুর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ দল।

সোমবার সকাল সাড়ে ৯টায় ইনডোরে সাকিব আল হাসান, তামিম ইকবাল , ইমরুল কায়েস, মোমিনুল হক ও মুশফিকুরকে নেট অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজের দেখা গেছে।

  নাছির, তাইজুলের বলে ভালোই অনুশীলন করেন তারা।   

সৌম্য সরকার, নাসির হোসেনও ঘাম ঝড়িয়েছেন নেট-ব্যাটিংয়ে।   নেটে বল ছুড়েছেন মুস্তাফিজ-রুবেল হোসেনরাও।   

নেট অনুশীলন শেষে মাঠে নেমে প্রথমে ওয়ার্মআপ সেরে নেয় টাইগাররা।   এরপর কিছুক্ষণ ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন করেন তারা।   মাঠে ফটুবল খেলায়ও মাতেন ক্রিকেটাররা।  
Team_Bangladesh_01
টাইগার কোচ হাথুরুসিংহে ও  ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের অধীনে ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন করেন ক্রিকেটাররা।

আগামী ২১ জুলাই (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুলাই ২০,২০১৫
বিপি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।