ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের লজ্জা দিয়ে সিরিজে সমতা অজিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ইংলিশদের লজ্জা দিয়ে সিরিজে সমতা অজিদের ছবি: সংগৃহীত

ঢাকা: লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে একদিন বাকি থাকতেই ইংল্যান্ডকে ৪০৫ রানের বড় ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ‍আনলো অজিরা।



স্কোর: অস্ট্রেলিয়া-৫৬৬/৮ ডিক্লে. ও ২৫৪/২ ডিক্লে.
ইংল্যান্ড-৩১২ ও ১০৩.

৫০৮ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ধ্বস নামে ইংলিশদের ব্যাটিংয়ে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অজি বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১০৩ রানেই শেষ হয়। দলীয় সর্বোচ্চ ২৫ রান আসে ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডে ব্যাট থেকে।

অন্য কোন ব্যাটসম্যান ২০ রানের কোঠা পার করতে পারেন নি। সফরকারী বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান মিচেল জনসন। আর দুটি করে উইকেট পেয়েছেন জস হাজেলউড ও নাথান লিওন।

এর আগে অজিরা নিজেদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেট হারিয়ে ২৫৪ রান করার পর ইনিংস ঘোষনা করে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান আসে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে।

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ হন ম্যাচ সেরা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।