ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রাম টেস্টে খলনায়ক হতে পারে বৃষ্টি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
চট্টগ্রাম টেস্টে খলনায়ক হতে পারে বৃষ্টি!

ঢাকা: বৃষ্টির লুকোচুরিতে সমাপ্ত হওয়া সীমিত ওভারের (ওয়ানডে) তিন ম্যাচের পর এবার বৃষ্টি হানা দিতে পারে টেস্ট ম্যাচেও!

আর বৃষ্টির এ আশঙ্কা নিয়েই কিছুক্ষণ পরে (মঙ্গলবার সকাল সাড়ে নয়টায়) বন্দরনগরীতে শুরু হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট।

আবহাওয়াবিদদের মতে, চট্টগ্রামের মঙ্গলবার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পরদিন বুধবার থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পূর্বাভাস সত্যি হলে বৃষ্টির বাগড়ায় পণ্ড হয়ে যেতে পারে প্রোটিয়াদের সঙ্গে বাংলাদেশের নবম টেস্ট ম্যাচ। এর আগে অনুষ্ঠিত হওয়া আটটি ম্যাচেই বাংলাদেশ পরাজিত হয়েছিলো।

এদিকে দেশের মাটিতে টানা চারটি সিরিজ জয়ের পর বাংলাদেশের খেলোয়াড়রা অনেক আত্মবিশ্বাসী বলে মনে করছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

সোমবার মুশফিক সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুবই ভালো একটা সিরিজ আমরা কাটিয়েছি। শেষ আট নয় মাস খুবই ভাল ক্রিকেট খেলেছে বাংলাদেশ। শেষ ছয় টেস্টের তিনটিতে জিতেছি। যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় হয়। তবুও তাদের ২০ উইকেট নিতে হয়েছে আমাদের। পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটি করে টেস্ট ড্র করায় আমাদের মধ্যে আত্মবিশ্বাস বেড়েছে। ’

তবে প্রেটিয়া অধিনায়ক হাশিম আমলা বাংলাদেশের বিপক্ষে ২-১ ওয়ানডে সিরিজ হারার পর টেস্টে সিম্পল ‘জয়’ চান। আর ক্রিকেটের লং ভার্সনে উভয়পক্ষের এ চাওয়ার মধ্যে দু’দলের কোনো একটি পক্ষ জয়ী হবেন, নাকি বৃষ্টি জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম/জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/মোহাম্মদ শহীদ।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: রেজা হেন্ড্রিকস, ডিন এলগার, ফাফ ডুপ্লেসিস, হাশিম আমলা (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, সিমন হারমার/অ্যারন ফাঙ্গিসো, মরনে মরকেল, ডেল স্টেইন।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইএস/এটি

** ওয়ানডের অনুপ্রেরণায় টেস্টে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।