ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

কঠোর অনুশীলনেই সাফল্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
কঠোর অনুশীলনেই সাফল্য ছবি: উজ্জ্বল ধর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রশিক্ষণ ও কঠোর অনুশীলনকে ওয়ানডে ও টেস্টে নিজের সাফল্যের রহস্য বলে জানিয়েছেন টেস্টে অভিষেক হওয়া টাইগার বোলার মুস্তাফিজুর রহমান।   মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান কাটার মাস্টার মুস্তাফিজ।



এর আগে ১৭ ওভার ৪ বল করে ৩৭ রান দিয়ে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেট তুলে নেন মুস্তাফিজ।   ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের যথেষ্ট ভুগিয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি বোলার মুস্তাফিজুর রহমান।   দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিয়েছিলেন পাঁচ উইকেট।  
 
টেস্টে অভিষেক হওয়া মুস্তাফিজ ছয় ওয়ানডেতে নিয়েছেন ১৮ উইকেট।

মুস্তাফিজ বলেন, ‘প্রথম স্পেলে উইকেট না পাওয়ায় একটু কষ্ট হয়েছিল।   কিন্তু শহীদ ভাই অপর প্রান্ত থেকে ডট বল দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন।   তিনি অসাধারণ বল করেছেন।   প্রথম সেশন শেষে কোচের পরামর্শে বল করে সফলতা লাভ করেছি।   আর ওয়ানডে ও টেস্টে সফলতার পেছনে প্রশিক্ষণ ও কঠোর অনুশলীন কাজ দিয়েছে। ’

কোন উইকেটটির জন্য আপনি বেশি আনন্দিত এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘টেস্ট ক্রিকেট হাশিম আমলা অন্যতম তারকা খেলোয়াড়।   টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেট হিসেবে আমলা উইকেটটি পাওয়ায় আমি খুব আনন্দিত।   তবে হ্যাট্টিক করতে না পারায় আশাহত। ’

টেস্ট শুরুর আগে ফাস্ট বোলার শহীদের সঙ্গে কি প্ল্যান ছিল এমন প্রশ্নে কাটার মাস্টার বলেন, ‘তেমন কোন পরিকল্পনা ছিল না।   তবে আমরা তাদেরকে রান চাপে রাখতে চেয়েছিলাম।   আর দক্ষিণ আফ্রিকা যখন মারমুখী হওয়ার চেষ্টা করেছে তখন কৌশলী বোলিং করে উইকেটগুলো তুলে নিলাম।   আমাদের সব বোলার ভাল বল করেছে। ’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দল করেছে বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২১,২০১৫
বিপি/টিসি

** টেস্টেও স্বরূপে মুস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।