ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

টেস্টকে এগিয়ে রাখলেন মুস্তাফিজ

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
টেস্টকে এগিয়ে রাখলেন মুস্তাফিজ ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ভারতের বিপক্ষে এ বছরের ১৮ জুন ওয়ানডেতে অভিষেক হয়েছিল সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমানের।   অভিষেক ম্যাচে সবাইকে অবাক করে দিয়ে ভারতের পাঁচ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ।

আর ওয়ানডেতে গত ৬ ম্যাচে নিয়েছেন মোট ১৮ উইকেট।  

মঙ্গলবার (২১ জুলাই) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছে এ টাইগার পেসারের। প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে উড়িয়ে দিলেন প্রোটিয়াদের।  

ওয়ানডে ও টেস্ট অভিষেক এ দুইটির মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘অবশ্যই টেস্ট অভিষেককে। ’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘ওয়ানডেতে ব্যাটসম্যানদের রান করার তাড়া থাকে। খুব দ্রুত রান তুলতে গিয়ে উইকেটের পতন ঘটে।   কিন্তু টেস্টে ব্যাটসম্যানরা অনেক ধৈর‌্য ধরে ক্রিকেট খেলে থাকে। টেস্টে উইকেট পাওয়া অনেক কষ্টের হয়ে উঠে।   প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মতো একটি শক্তিশালী দলের বিপক্ষে ৪ উইকেট নেওয়া আনন্দের ব্যাপার। তাই টেস্ট অভিষেকটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ’ 

প্রথম শ্রেণির ক্রিকেট টেস্ট ম্যাচে সহযোগিতা করেছে উল্লেখ করে মুস্তাফিজ বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমাকে অনেক সহযোগিতা করেছে। এছাড়া শহীদ ভাইয়ের সহযোগিতা সবচেয়ে বেশি কাজ দিয়েছে। ’

টেস্টে অভিষেক ম্যাচেই প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলাকে দিয়ে টেস্ট উইকেট শিকার শুরু করেন ১৯ বছর বয়সী এ তরুণ।   নিজের ১৪তম ওভারের প্রথম বলে ক্যাচ তালুবন্দি করেন উইকেটরক্ষক লিটন দাস।   এরপরের বলেই জেপি ডুমিনিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মুস্তাফিজুর। তার ১৪তম ওভারের তৃতীয় বলটিতে ছিল হ্যাটট্রিকের সুযোগ। ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান কুইন্টন ডি’কক কোনো মতে ওই বলটিতে রেহাই পেলেও পরের বলেই তার অফস্টাম্প উপড়ে দেন মুস্তাফিজ।

স্টাম্প উড়িয়ে দিলে কেমন লাগে এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘প্রত্যেক বোলার চায় তাদের বলে যেন স্টাম্প উড়ে যায়। আমিও ব্যতিক্রম না।   ডি ককের স্টাম্প উড়িয়ে দিতে পেরে অনেক ভাল লাগছে। ’

ওয়ানডেতে সাদা বল আর টেস্টে লাল বল। এর মধ্যে কোনটি দিয়ে বল করতে আপনার ভাল লাগে এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘বল তো বলই।   সাদা বা লাল কোন বিষয় না।   তবে টেস্টে বল করা অনেক কঠিন।   কারণ ব্যাটসমম্যানরা খুব সর্তকতার সঙ্গে প্রত্যেক বলে খেলে থাকে। ’

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন এ টাইগার বোলার।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দল করেছে বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২১,২০১৫
বিপি/টিসি/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।