ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের দুই ক্যাচ মিসে উইকেট বঞ্চিত শহীদ

বিপ্লব পার্থ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইমরুলের দুই ক্যাচ মিসে উইকেট বঞ্চিত শহীদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: শুরু থেকে খুব কৌশলী বল করছিলেন বাংলাদেশের ওপেনিং বোলার মোহাম্মদ শহীদ। কৌশলী বোলিং এর ফলে টানা সাত ওভারসহ মোট নয় ওভার কোন রান দেননি শহীদ।

তবে আক্ষেপ একটাই প্রথম ইনিংসে একটি উইকেটও জমা হলো না তার ঝুলিতে।

অবশ্য সুযোগ এসেছিল কয়েকবার।   উইকেট নেওয়ার সেই সুযোগ বঞ্জিত হয়েছে ইমরুল কায়েসের দুইটি ক্যাচ মিসের কারণে।

শহীদের বলে প্রথম ইনিংসের ৬৯ তম ওভারের চতুর্থ বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফিল্যান্ডার।   কিন্তু উইকেটরক্ষকের পাশে থাকা ইমরুল সেই ক্যাচ মিস করেন। তখন ফিল্যান্ডারের রান ছিল ১৮।   অবশ্য ২৩ রানেই ফিল্যান্ডারের উইকেটটি তুলে নেন জুবায়ের হোসেন।

এরপর ৮০ তম ওভারে শহীদের বলে ফের ক্যাচ মিস করেন ইমরুল। এবার ব্যাটসম্যান ছিল প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে অর্ধশত রান করা টেমবা বাভুমা।

বাংলাদেশের হয়ে তিন টেস্ট খেলা শহীদের মোট উইকেট সংখ্যা ৫।   এ বছরের ২৮ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে খুলনায় অভিষেক হয় শহীদের। প্রথম টেস্টে এক উইকেট নিলেও ৬ মে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে নেন ৪ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে উইকেট না পেলেও টাইগার বোলার শহীদের প্রশংসা করতে ভুলেন নি মুস্তাফিজুর রহমান।   ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মুস্তাফিজ বলেন, ‘‘প্রথম স্পেলে উইকেট না পাওয়ায় একটু কষ্ট হয়েছিল।   কিন্তু শহীদ ভাই অপর প্রান্ত থেকে ডট বল দিয়ে আমাকে সহযোগিতা করেছিলেন। ’

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশ দল করেছে বিনা উইকেটে ৭ রান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ২১,২০১৫
বিপি/টিসি/এমএমএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।