ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের বিদায়, উইকেটে মুমিনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
ইমরুলের বিদায়, উইকেটে মুমিনুল ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: দলীয় ৪৬ রানের মাথায় ইনিংসের ১৯তম ওভারে স্টিয়ান ভ্যান জিলের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন ইমরুল কায়েস। ভ্যান জিলের ব্যক্তিগত প্রথম ওভারে আউট হওয়ার আগে ইমরুলের ব্যাট থেকে আসে ২৬ রান।

৭৩ বল মোকাবেলা করে এ বাঁহাতি ওপেনার তিনটি চার হাঁকিয়েছেন।

২৪১ রান পিছিয়ে থেকে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে টাইগার বাহিনী। আগের দিনের দুই অপরাজিত ওপেনার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস দিনের শুরু করেন। প্রোটিয়াদের গতি-দানব ডেল স্টেইন আর ভারনন ফিল্যান্ডারকে বেশ সাবলীল ভাবেই মোকাবেলা করেন টাইগার দুই ওপেনার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ এক উইকেট হারিয়ে ১৯ ওভার থেকে তুলেছে ৪৮ রান। তামিম ১৫ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসেছেন মুমিনুল হক।

প্রথম টেস্টের প্রথম দিন অলআউট হওয়ার আগে দ. আফ্রিকা ২৪৮ রানেই গুটিয়ে যায়। মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদদের বোলিং তোপে প্রোটিয়ারা ৮৩.৪ ওভার ব্যাট করতে সক্ষম হয়।

প্রতিপক্ষকে ২৪৮ রানে গুটিয়ে দিয়ে টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ৪১ টেস্ট খেলা তামিম ইকবাল আর ২৩ টেস্ট খেলা ইমরুল কায়েস। বাংলাদেশ বিনা উইকেটে ৭ রান তুলে দিন শেষ করে।

কার্টার মাস্টার মুস্তাফিজ আর স্পিন জাদুকর জুবায়ের হোসেনের দুটি ভয়াল স্পেলে দ. আফ্রিকার ইনিংস গুটিয়ে যায়। টাইগারদের হয়ে চারটি উইকেট তুলে নেন মুস্তাফিজ। আর তিনটি উইকেট দখল করেন জুবায়ের হোসেন। এছাড়া সাকিব, মাহামুদুল্লাহ, তাইজুল একটি করে উইকেট পান।

প্রোটিয়ারা প্রথম দিনের প্রথম সেশনে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দ্বিতীয় সেশনে মাত্র ৬১ রান তুলতে সক্ষম হয় আমলা বাহিনী। ৫৮ রানের মাথায় প্রথম উইকেট খোয়ানো সফরকারীরা দলীয় ১৩৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। ১৭৩ রানের মাথায় তৃতীয় উইকেট হারানো দ. আফ্রিকা এক মুহূর্তেই একই রানে ছয় উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। সেখান থেকে ২৪৮ রানের মাথায় তাদের ইনিংস গুটিয়ে যায়।

প্রোটিয়াদের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৪ রান আসে পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা তেমবা বাভুমার ব্যাট থেকে। এছাড়া ফাফ ডু প্লেসিস ৪৮ ও ওপেনার ডিন এলগার ৪৭ রান করেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২২ জুলাই ২০১৫
এমআর

** ভালো শুরু টাইগারদের
** দ্বিতীয় দিন শুরু টাইগারদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।