ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

স্বপ্ন পূরণে ধোনির ক্রিকেট একাডেমি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
স্বপ্ন পূরণে ধোনির ক্রিকেট একাডেমি মহেন্দ্র সিং ধোনি / ছবি: সংগৃহীত

ঢাকা: নিজ শহরে ক্রিকেট একাডেমি করার চিন্তা করেছেন ভারতের টি-টোয়েন্টি আর ওয়ানডের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের স্বপ্ন পূরণে ধোনি ঝাড়খন্ডে একটি ক্রিকেট একাডেমি খুলতে যাচ্ছেন।



ভারতের স্বাধীনতা দিবসের দিন (আগস্টের ১৫ তারিখ) ধোনি তার একাডেমির উদ্বোধন করবেন বলে জানা যায়।

‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনির ঝাড়খন্ডে প্রতিষ্ঠিত একাডেমিতে দেখা যাবে ভারতের প্রাক্তন কিছু ক্রিকেটারদের। যারা একাডেমির কোচিং স্টাফ হিসেবে কাজ করবেন।

টিম ইন্ডিয়ার অধিনায়ক ধোনি জানিয়েছেন, প্রথমবারের মতো ঝাড়খন্ডে ক্রিকেট একাডেমি খুললেও পর্যায়ক্রমে তিনি আরও কয়েকটি ক্রিকেট একাডেমি চালু করবেন। আর এজন্য তিনি ঝাড়খন্ডের প্রধানমন্ত্রী রাঘুবর দাশের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে রাজ্যের অপুষ্টি সমস্যার সঙ্গে নিজের ক্রিকেট একাডেমি করার ব্যাপারে কথা বলেন ধোনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ২২ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।