ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রথম ইনিংসে টাইগারদের লক্ষ্য ৪০০ রান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
প্রথম ইনিংসে টাইগারদের লক্ষ্য ৪০০ রান ছবি: উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ইতিহাসটা মধুর নয় বাংলাদেশের। প্রোটিয়াদের বিরুদ্ধে আট টেস্টে সাতটিতেই ছিল ইনিংস পরাজয়।

তবে সেই ইতিহাসকে পাল্টে দিতে চায় টাইগাররা। কারণ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ জিতে নিয়েছে তারা।   আর প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৮ রানে প্রোটিয়াদের গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯ রান। আর প্রথম ইনিংসে সংগ্রহটা ৪০০ বা এর অধিক করতে চায় তারা।

বুধবার (২২ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘প্রথম ইনিংসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ইনিংসের উপর দলের জয় নির্ভর করবে। যদি আমরা প্রথম ইনিংসে ৪০০ বা এর অধিক রান করতে পারি তবে দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে।   আর জয়ের এ সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। ’

তিনি বলেন, ‘কালকের ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এ সেশনের উপর নির্ভর করবে আমরা কত রান সংগ্রহ করতে পারছি। যদি বিনা উইকেটে প্রথম সেশনটা পার করতে পারি তবে বড় স্কোর করতে পারব। আমাদের ব্যাটসম্যানরা চড়াও হয়ে বসতে পারবে। এ স্লো উইকেটে প্রথম ইনিংসে যদি ৪০০ বা এর উপরে করতে পারি তবে খুব ভাল হবে বাংলাদেশের জন্য। ’

আউট হয়ে নিজে খুবই আশাহত উল্লেখ করে রিয়াদ বলেন, ‘ আউট হওয়ায় হতাশ ছিলাম। চেষ্টা করেছিলাম দিন শেষে নট আউট থাকতে। এছাড়া বৃষ্টিও আসতে পারে। আজকে খুব ভাল ফিল করছিলাম। ভাল রিদমও ছিল। মনে হয়েছিল আজকে বড় একটি ইনিংস খেলতে পারব। ’

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২২,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।