ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাবা হয়েছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
বাবা হয়েছেন ডি ভিলিয়ার্স ছবি: সংগৃহীত

ঢাকা: বাবা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার স্ত্রী ড্যানিয়েল্লের কোলজুড়ে এসেছে ছেলে সন্তান।

বাবা হওয়ার পর ভিলিয়ার্স জানিয়েছেন স্ত্রী-ছেলে দু’জনই সুস্থ রয়েছে।

ভিলিয়ার্স জানান, আমরা খুব খুশি হয়েছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মা-ছেলে দু’জনই ভালো রয়েছে।
 
সন্তান সম্ভাবা স্ত্রীকে রেখে বাংলাদেশ সফরে আসেন ভিলিয়ার্স। দ. আফ্রিকা দলের সঙ্গে ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে, পরে নিজের চাওয়া অনুযায়ী স্ত্রী ড্যানিয়েল্লের পাশে থাকার জন্য ভিলিয়ার্সকে বিশ্রামে পাঠায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড।

টাইগারদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেই দ. আফ্রিকায় উড়াল দেন তিনি। টি-টোয়েন্টি দলের সঙ্গেই ঢাকা ত্যাগ করেন ভিলিয়ার্স।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।