ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে এ কোন কোহলি!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
পাকিস্তানে এ কোন কোহলি!

ঢাকা: বিরাট কোহলি, ভারতীয় ‍ ক্রিকেট দলের স্টাইলিশ এ ব্যাটসম্যানের নাম বিশ্বজোড়া। ব্যাটিংয়ে তার আগ্রাসী মনোভাব ক্রিকেট ভক্তদের মুখে মুখে কমবেশি ঘুরেফেরে।

 

ভারতীয় এ ক্রিকেট তারকা বেশ কয়েকদিন ক্রিকেটের সঙ্গে না থাকলেও আলোচনায় আছেন ঠিকই। তবে এবারের আলোচনা নিজের কোনো পারফরম্যান্সে নয়, তার মতো দেখতে পাকিস্তানি এক তরুণের ছবি নিয়ে।

পাকিস্তানি ওই তরুণের মুখাবয়ব অনেকটা কোহলির মতো। সম্প্রতি ওই তরুণের ছবি মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছড়িয়ে পড়লে ক্রিকেট ভক্তদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি হয়। শুধু তাই নয়, মিডিয়ার নজরেও আসেন ওই তরুণ।

ছবিতে দেখা যাচ্ছে, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের জার্সি পরিহিত ওই তরুণের কোহলির মতো গালভর্তি দাড়ি। চাহনিতেও রয়েছে বেশ মিল।

এরই মধ্যে পাকিস্তানের অনেক মিডিয়া তাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছে। বাদ যায়নি বিজ্ঞাপন অফারও।

তবে কোহলির চেহারার সঙ্গে মিল থাকার ঘটনা নিয়ে সংবাদ নতুন নয়। এর আগে পাকিস্তানের আহমেদ শেহজাদের সঙ্গে কোহলির চেহারার মিল রয়েছে বলেও সংবাদ প্রচার হয়।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।