ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের আরও একটি ‘ষড়যন্ত্র’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
পাকিস্তানের আরও একটি ‘ষড়যন্ত্র’ ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আর এরপরই ‘ষড়যন্ত্রের’ ত্রি-দেশীয় সিরিজে অংশ নিতে চাইছে না পাকিস্তানিরা।

এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও আর খেলতে চাইছে না বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়া পাকিস্তান।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকতে হতো পাকিস্তানকে। লঙ্কানদের সিরিজে হারিয়ে সেটির টিকিট পেয়ে গেছে পাকিস্তানিরা। বলা চলে নিশ্চিতভাবেই র‌্যাংকিংয়ের বর্তমান হিসেব অনুযায়ী নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ শীর্ষ আট দলকে নিয়ে আসন্ন সে আসরে খেলার সুযোগ পাচ্ছে না।

শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের আগ মুহূর্তে জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজে অংশ নিতে চেয়েছিল পাকিস্তান। সে অনুযায়ী ক্যারিবিয়ানদের প্রস্তাবও করে তারা। সে প্রস্তাবে রাজিও হয় ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাংকিংয়ে নিজেদের অবস্থান এগিয়ে নিতে চাওয়া সেই ‘ষড়যন্ত্রের’ সিরিজে এবারে ওয়েস্ট ইন্ডিজকে আর রাখতে চাইছে না পাকিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে জিতে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পোক্ত করে এবারে পাকিস্তান জিম্বাবুয়ের কাছে অন্যরকম প্রস্তাব করেছে। ত্রি-দেশীয় সিরিজ তো খেলবেই না, উল্টো জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ওয়ানডে ম্যাচও খেলবে না পাকিস্তান। আগে থেকে এ দুই দলের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তান চাইছে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে। জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের কাছে ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব করেছে পাকিস্তান।

এদিকে, জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কি ভাবছে তা এখনও অফিসিয়ালি কোনো ঘোষণা করেনি। ওয়েস্ট ইন্ডিজকে আমন্ত্রণ জানিয়ে এখন তাদেরকে বাইরে রেখেই পাকিস্তান চাইছে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলতে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৪ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।