ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ইনডোরে টাইগারদের অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
ইনডোরে টাইগারদের অনুশীলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

চট্টগ্রাম থেকে: ভোর থেকে চট্টগ্রামে প্রবল বর্ষণের কারণে মাঠে পানি জমে যায়। তাই নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।

আর বৃষ্টি অব্যাহত থাকায় দুপুর দেড়টার দিকে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেলেও ধমিয়ে রাখা যায়নি টাইগারদের।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল তিনটা থেকে ইনডোরে অনুশীলনে ঘাম ঝড়িয়েছেন মুশফিকরা।

ইনডোরে অনুশীলন করেন অধিনায়ক মুশফিকুর রহিম, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, পেসার মো.শহীদ, স্পিনার জুবায়ের ও তাইজুল ইসলাম।

বাংলাদেশের কোচ হাথুরুসিংহের তত্ত্বাবধানে চলে অনুশীলন।   তবে ইনডোর অনুশীলনে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি বিসিবি কর্তৃপক্ষ।

এর আগে দুপুর একটার কিছু আগে হোটেল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, জুবায়ের, মো.শহীদ ও তাইজুল ইসলাম।  

পরে স্টেডিয়াম সংলগ্ন বিবি আয়েশা (রা:) জামে মসজিদে তারা জুমার নামাজ আদায় করেন।

নামাজ শেষে অন্য কিছু খেলোয়াড় হোটেলে চলে গেলেও বাকিরা ইনডোর অনুশীলনে ঘাম ঝড়ান।

মুশফিক নেটে ব্যাটিং অনুশীলন করেন। আর অন্যরা বল ছুঁড়ে নিজেদের ঝালিয়ে নেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ২৪,২০১৫
বিপি/টিসি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।