ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

অবাক স্টেইন, অবাক টাইগার প্রেমীরাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
অবাক স্টেইন, অবাক টাইগার প্রেমীরাও ছবি : সংগৃহীত

ঢাকা: ‘শক্তি অপচয়’ এই অজুহাত দিয়ে বাংলাদেশ সফরে আসতেই চান নি সফরকারী দক্ষিণ আফ্রিকার গতিদানব ডেল স্টেইন। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে না খেললেও দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলতে আসেন স্টেইন।

আর খেলতে এসে সেই বাংলাদেশের ক্রিকেটার থেকে শুরু করে রাস্তায় ফুটবল খেলা শিশুদের সঙ্গে সময় কাটিয়ে বেশ অবাক হয়েছেন তিনি। স্টেইনের এমন কাণ্ডে টাইগার প্রেমীরাও কম অবাক হননি।

সিরিজ শুরুর আগে ভদ্রলোকের খেলা ক্রিকেটের ভদ্র প্রতিনিধি হিসেবে খ্যাত দ. আফ্রিকার পেসার স্টেইন তার টুইটার অ্যাকাউন্টে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্তব্য করায় বেশ সমালোচিত হন। তিনি জানিয়েছিলেন, শুধু শুধু বাংলাদেশের মতো ছোট দলের বিপক্ষে বল করে নিজের শক্তির অপচয় করতে চান না।

এরপর বিপাকে পড়ে বাধ্য হয়েই টাইগার ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নেন স্টেইন।

সাদা পোশাকে প্রোটিয়াদের হয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই স্টেইন বুঝতে পেরেছেন বদলে যাওয়া টাইগারদের দেশের মাটিতে শক্তিমত্তা। উইকেটের পেছনে দাঁড়ানো কুইন্টন ডি ককের কটুক্তিতে প্রতিবাদ জানানো তামিম ইকবালকে শান্ত করার দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া, চতুর্থ দিন বৃষ্টির কারণে টিম হোটেলে বন্দি থাকা স্টেইন নিজের রুমের জানালা দিয়ে রাস্তায় ফুটবল খেলতে থাকা শিশুদের ম্যাচে সামিল হন। নিজেও বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেন। আর তার আগেই ক্যামেরাবন্দি করেন ফুটবল খেলতে থাকা শিশুদের দৃশ্যটি। এক সময় সেটি নিজের টুইটার অ্যাকাউন্টেও ছেড়ে দেন।

সেখানে স্টেইনের ভক্তদের সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু টাইগার প্রেমী। তারা নিজেদের মন্তব্য শেয়ার করে স্টেইনকে ধন্যবাদ জানাচ্ছেন।

অহংকারী স্বভাবের কারণে স্টেইনকে বাংলাদেশি সমর্থকরা প্রথম দিকে পছন্দ না করলেও প্রোটিয়া গতিদানবের বাংলাদেশ প্রেমে মজাতে তারাও মজা পাচ্ছেন। স্টেইনের পেজে একজন লিখেছেন, ‘বাংলাদেশে আপনাকে স্বাগতম। আমরা আপনাকে পছন্দ করি। ’ আরেকজন বাংলাদেশি লিখেছেন, ‘আমরা আপনাকে ভালবাসি। আপনাকে ধন্যবাদ, আর আপনি আমাদের মন জয় করে নিয়েছেন। ’

হোটেল রুম থেকে স্টেইনের তোলা বাংলাদেশি শিশুদের খেলার ছবির নিচে আসিফ আদনান অভি নামের একজন লিখেছেন, এটা আমাদের বাংলাদেশের সৌন্দর্য। উপভোগ করুন, ডেল স্টেইন।

আরেকজন লিখেছেন, আমরা সকল প্রোটিয়াকে সম্মান দিতে জানি। আপনারা আমাদের সম্মান নেবেন, অন্যদেরও সম্মান জানাবেন বলে বিশ্বাস করি। অনেকে মজা করে স্টেইনের অ্যাকাউন্টে লিখেছেন, আশা করি বাংলাদেশে এসে আপনার শিশুসুলভ স্বভাব নিয়ে ফুটবল খেলা দেখে অনেকে পছন্দ করেছে। এটা চালিয়ে যান। আর পারলে একবার আমাদের জাতীয় খেলা হাডুডু খেলে দেখতে পারেন।

ইউনুস নামের একজন লিখেছেন, খেলার আগে বাংলাদেশকে নিয়ে কটুক্তি করায় আমরা আপনার উপর ক্ষেপে ছিলাম। কিন্তু আপনি আবার আমাদের মন জয় করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ২৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।