ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ম্যাচ ফেভারে ছিল, মুশফিক-আমলার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
ম্যাচ ফেভারে ছিল, মুশফিক-আমলার দাবি মুশফিকুর রহিম ও হাশিম আমলা / ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: চট্টগ্রাম টেস্ট দক্ষিণ আফ্রিকার ফেভারে ছিল বলে দাবি করেছেন অধিনায়ক হাশিম আমলা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ব্যাট করে আড়াইশ রানের টার্গেট দিলেও বাংলাদেশের জন্য তা চ্যালেঞ্জের হতো।



শনিবার(২৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এ দাবি করেন প্রোটিয়া অধিনায়ক।

তবে এটিকে হাশিম আমলার ব্যক্তিগত মতামত বলে দাবি করেছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। মুশফিকের দাবি  প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার ফেভারে নয়, বাংলাদেশের ফেভারেই ছিল।   আর জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় প্রচুর হতাশও তিনি।

কি কারণে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের ফেভারে ছিল, সে বিষয়ে বেশ কিছু যুক্তিও সংবাদ সম্মেলনে তুলে ধরেন টাইগার অধিনায়ক।

মুশফিক বলেন, ‘জয়ের দিক থেকে আমরাই এগিয়ে ছিলাম। কারণ তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা ১৭ রানে পিছিয়ে ছিল। জিততে হলে তাদের দ্রুত রান প্রয়োজন ছিল।   দ্রুত রান করতে গিয়ে তাদের উইকেট পড়ে যেত। এছাড়া প্রথম ইনিংসে অনেক ভালো বল করেছে আমাদের বোলাররা। দ্বিতীয় ইনিংসে স্পিনাররা আরো বেশি হেলফ পেত। ’

“দক্ষিণ আফ্রিকার ফেভারে ম্যাচ তখনই থাকত যখন তাদের ওয়াল্ড ক্লাস স্পিনার থাকতো। দুই তিনটি অপশন থাকতো। আমরা এ দিক থেকেও এগিয়ে ছিলাম। ”
হাশিম আমলা বলেন, ‘আমার মনে হয় চুতর্থ দিনের খেলা হলে যেখানে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ব্যাট করতে হতো, তাতে আমরা কিছু সুবিধা পেতাম। এটা সত্যিই খুব ভালো একটা টেস্ট ছিল। আড়াইশ রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতো ’

তিনি বলেন, ‘প্রথম ইনিংসের প্রথম দুই সেশন আমরা খুব ভালো ব্যাট করেছি। কিন্তু শেষ সেশনটা ভালো করতে পারিনি। অবশ্য টেস্ট ক্রিকেটে এটা অস্বাভাবিক কিছু না। প্রথম দুই সেশন বাংলাদেশও খুব ভালো ব্যাটিং করেছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান তুলে ভালো শুরু করেছি আমরা। এটা আমাদের এগিয়ে দিলেছিল।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।