ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ নিয়ে হাফিজের টুইট, জবাবে হাস্যরস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
বাংলাদেশ নিয়ে হাফিজের টুইট, জবাবে হাস্যরস

ঢাকা: ‘নিজেদের অবস্থাই বেহাল, আর ভাবছো বাংলাদেশ নিয়ে’ (খুদ কা হালাত টাইট হ্যায়, অউর বাংলাদেশ কো সোচ রাহে হো’)। বাংলাদেশ দল নিয়ে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজের একটি বিভ্রান্তিকর টুইটের এমনই রিটুইট করলেন মেরিন নামে এক টুইটার ব্যবহারকারী।

মজার বিষয় হলো, মেরিনও পাকিস্তানি!

‘চ্যাম্পিয়নস ট্রফিতে আসলে নয়টি দল থাকা উচিত। কারণ বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সকে আমাদের বাহবা দিতেই হবে। ’ এমন টুইট করে এখন মেরিনের মতো অনেকেরই হাস্যরসের পাত্র হচ্ছেন হাফিজ।

বাংলাদেশ দল যেখানে অনেক আগেই কোনো ধরনের সমীকরণ-ছক ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করে ফেলেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিয়ে খোদ পাকিস্তানকেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে লড়াই করতে হচ্ছে, সঙ্গে কষতে হচ্ছে অনেক ষড়যন্ত্রের ছকও, সে বিবেচনায় ক্রিকেটের ‘প্রফেসর’ খ্যাত হাফিজের এই টুইট টাইগার ক্রিকেটপ্রেমীদের কাছে তো বটেই, বিভ্রান্তিকর হাফিজের ঘরের সমর্থকদের কাছেও।

যেমন টুইটের মর্মার্থ বুঝতে না পেরে তিনবার ‘কিন্তু’ বলে হাফিজকে বাংলাদেশের অবস্থান স্মরণ করিয়ে দিলেন নিমরা ইশতিয়াক নামে করাচির এক টুইটার ব্যবহারকারী; ‘কিন্তু কিন্তু কিন্তু বাংলাদেশ তো এরই মধ্যে জায়গা করে নিয়েছে। ’

‘অষ্টম স্থানের জন্য লড়াই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের- বাংলাদেশের নয়। ’ বলে হাফিজকে টাইগারদের অবস্থান পরিষ্কার করে দিলেন করাচিরই আরেক টুইটার ব্যবহারকারী নিহা ডি।

আবার ৠাংকিংয়ের নয় থেকে ‍আটে উঠেই হাফিজকে আকাশ ছুঁয়ে ফেলতে বারণ করছেন এমহাফিজ২২ নামে আরেক টুইটার ব্যবহারকারী। তিনি বলছেন; ‘বাংলাদেশ ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে। পাকিস্তানকে অবশ্যই পঞ্চম ম্যাচ (শ্রীলঙ্কার বিপক্ষে) জিততে হবে। ৠাংকিংয়ের হিসাব মতে লড়াইটা পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজেরই। ’

আহাদ হোসাইন নামে এক টুইটার ব্যবহারকারী তো আইন ভাঙার দায়ে বোলিংয়ে নিষিদ্ধ হাফিজকে ‘নিজের হাতে তেল দেওয়ার’ পরামর্শও দিয়ে দিলেন। আহাদের রিটুইট; ‘লজ্জা করে না তোমার... আগে নিজের হাতে তেল দাও, অন্তত আইন না ভেঙে বলটা করতে শেখো’।

হাসান সুরুজ নামে এক বাংলাদেশি টুইটার ব্যবহারকারী অবশ্য ‍আরও একধাপ এগিয়ে হাফিজকে রিটুইট করেছেন এভাবে; ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে সাতটি দল থাকা উচিত। কারণ পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে’।

বাংলাদেশের কাছে ধবলধোলাই খাওয়া পাকিস্তান দলকেই (ৠাংকিংয়ের আটে অবস্থান) যে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা বলছেন হাসান সুরুজ তা বুঝতে বোধ হয় বোদ্ধা হওয়া লাগছে না।

আবার হাফিজের এ টুইটকে ‘অনর্থক’ বলে দিতেও ছাড়ছেন না ফয়সালাবাদের সানা জাবেদের মতো ক্রিকেটভক্তরা। এ ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য হাফিজকে ‘বড় জোকার’ বলতেও ছাড়ছেন না মিরপুরের ইনতিসার কবিরের মতো টাইগারপ্রেমীরা।

২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করা বাংলাদেশ দল ৯৬ পয়েন্ট নিয়ে নির্ভার হয়ে অবস্থান করছে ৠাংকিংয়ের সাতে। ছয়ে থাকা ইংল্যান্ডের সঙ্গে টাইগারদের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র দুই। আর টাইগারদের চেয়ে ছয় পয়েন্ট কম ৯০ নিয়ে আটে আছে পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরুর আগেও ওয়েস্ট ইন্ডিজ ৮৮ পয়েন্ট নিয়ে আটে থাকলেও এখন তারা নয়ে নেমে যাওয়ায় চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে। ৠাংঙ্কিংয়ের শীর্ষ আট দল নিয়ে ইংল্যান্ডে হবে বিশ্বকাপের পর ওয়ানডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।