ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ছয় দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ছয় দল ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে আইসিসি’র সহযোগী ছয় দল। আগামী বছর ভারতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সহযোগী দেশগুলোকে বাছাই পর্ব খেলে আসরে জায়গা পেতে হয়েছে।



১১ মার্চ ২০১৬ সালে ভারতের আটটি ভেন্যুতে এ আসরটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ স্টেডিয়ামগুলোও নির্ধারণ করা হয়েছে। আর সুযোগ পাওয়া সহযোগী দেশগুলো হচ্ছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, আফগানিস্তান, ওমান, স্কটল্যান্ড ও হংকং।

এবারের বাছাই পর্বে সবচেয়ে চমক সৃষ্টি করেছে এশিয়ার দল ওমান। নামিবিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মত ক্রিকেটের শীর্ষ পর্যায়ের কোন আসরে জায়গা পেল দলটি। সেই সঙ্গে টি-২০ খেলার যোগ্যতাও অর্জন করলো ওমান।

টি-২০ বিশ্বকাপটি ১৬ দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও জিম্বাবুয়ে আগেই জায়গা করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।