ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

র‌্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
র‌্যাংকিংয়ে এগিয়েছেন সাকিব-তামিমরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্ট ড্র হলেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন ক্রিকেটার টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন। টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষ ১০টি স্থান অপরিবর্তিত থাকলেও বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান এখন তামিম ইকবাল।



অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। তার পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন দু্ই প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা।

এক ধাপ এগিয়ে ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তামিম। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫৭ রান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও এক ধাপ এগিয়েছেন। ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ২৮ নম্বরে রয়েছেন। তামিমের পরেই মুমিনুল হকের অবস্থান। যদিও তিন ধাপ পিছিয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। তার রেটিং পয়েন্ট ৬৩৪।

প্রথমবারের মতো শীর্ষ পঞ্চাশজনের মধ্যে জায়গা করে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ৬৭ রান করায় তিন ধাপ এগিয়ে ৪৯ নম্বরে অবস্থান করছেন এ ডানহাতি ব্যাটসম্যান। রেটিং পয়েন্ট ৫০২। অর্ধশতক হাঁকানো লিটন দাস ১৯ ধাপ এগিয়ে ৮০তম স্থানে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৩৫০। মাহমুদুল্লার সমান রেটিং পয়েন্ট হওয়া স্বত্ত্বেও পয়েন্টের ভগ্নাংশ হিসেবে এক ধাপ পিছিয়ে পঞ্চাশ নম্বরে রয়েছেন মুশফিকুর রহিম।

অন্যদিকে, প্রোটিয়াদের হয়ে ফাফ ডু প্লেসিস এক ধাপ এগিয়ে ১৮ নম্বরে রয়েছেন। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে ৪৮ রান। ‍তার সতীর্থ ডিন এলগার সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪১তম স্থানে অবস্থান করছেন। দুজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৭০৯ ও ৫৩৩। জেপি ডুমিনির তিন ধাপ অবনমন হয়েছে। এ বাঁহাতি ব্যাটসম্যান ৫২৪ রেটিং পয়েন্ট নিয়ে ৪২ নম্বরে রয়েছেন।

বোলারদের মধ্যে জুবায়ের হোসেন সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫২তম স্থানে উঠে এসছেন। এ ডানহাতি লেগস্পিনার ৫৮ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন। দুই ধাপ এগিয়ে ৬১তম স্থানে মাহমুদুল্লাহ। চার উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া মুস্তাফিজুর রহমান ৮৬ নম্বরে রয়েছেন। তিনজনের রেটিং পয়েন্ট যথাক্রমে ৩১৩, ২৭৯ ও ১৫৪।

সাকিব ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই রয়েছেন। আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম এক ধাপ পিছিয়ে ৪১ নম্বরে নেমে গেছেন। এ অফস্পিনারের রেটিং পয়েন্ট ৩৭৯।

প্রোটিয়া বোলার সাইমন হারমার ১০৫ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন। এতেই এ অফস্পিনার ১৭ ধাপ এগিয়ে ৪৮ নম্বরে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ৩৪৬। পেসার মরনে মরকেল ৭০৯ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে অবস্থান করছেন। আর ৯ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।

এছাড়া শীর্ষ ১০ জন বোলারদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ডেল স্টেইন, ট্রেন্ট বোল্ট ও ইয়াসির শাহ যথাক্রমে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন হয়নি। ৩৮৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষস্থান দখলে রেখেছেন সাকিব। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় স্থানে থাকা ভারনন ফিল্যান্ডারের সঙ্গে তার রেটিং পয়েন্টের পার্থক্য ৪০।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।