ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সিরিজ শেষে অবসরে মিসবাহ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
ভারত সিরিজ শেষে অবসরে মিসবাহ! ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বাকি আছে শুধু টেস্ট। এ বছরের শেষদিকে ভারতের বিপক্ষে সম্ভাব্য দ্বিপাক্ষিক সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটের লংগার ভার্সন থেকেও অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন মিসবাহ উল হক।



তবে, এ সিরিজটি আদৌ হবে কিনা সে ব্যাপারে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। যদি বহুল আকাঙ্ক্ষিত সিরিজটি হয়েই যায় তাহলে এটিই হবে মিসবাহর শেষ টেস্ট সিরিজ। এর মধ্য দিয়ে পাকিস্তানের টেস্ট অধিনায়ক আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথাই তুলে ধরেন।

মিসবাহ বলেন, ‘আমি জানি, ক্যারিয়ারে আর বেশি ক্রিকেট ম্যাচ নেই। আরো কিছু টেস্ট ম্যাচ খেলতে চাই। কিন্তু, এ মুহূর্তে আমার একটা পরিকল্পনাও রয়েছে। যদি ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজটি অনুষ্ঠিত হয়, তাহলে ওই সিরিজে খেলতে চাই। সম্ভবত এর পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবো। তাই ভারত সিরিজটিই আমার ক্যারিয়ারের শেষ সিরিজ হতে পারে। ’

পাকিস্তানের হয়ে ৫৮টি টেস্ট, ১৬২টি ওয়ানডে ও ৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিসবাহ। টেস্টে এখন পর্যন্ত একশ ইনিংসে ব্যাট করে ৪৮.১৯ গড়ে চার হাজার রান পূর্ণ করেছেন। ২৯টি ফিফটির পাশাপাশি রয়েছে ৮টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।