ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আমরা খুব চাপে ছিলাম: এলগার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আমরা খুব চাপে ছিলাম: এলগার ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর দল হওয়াতে ওই সময় খুব বেশি চাপে পড়েছিল সফরকারীরা।



প্রথম টেস্টের চাপের কথা  স্বীকারও করে নিলেন প্রোটিয়া ওপেনার ডিন এলগার, ‘সত্যি বলতে আমরা খুব চাপে ছিলাম।   অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়ে আমরা চাপে পড়ি। বাংলাদেশের বোলারদেরই কৃতিত্ব এটি। ’

র‌্যাংকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়াতে হতাশ নন এলগার। দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে বাঁচা-মরার ম্যাচ বলতেও নারাজ এই ওপেনার, ‘আমি দ্বিতীয় টেস্টকে ওভাবে দেখছি না। প্রতিটা টেস্ট ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রায় পাঁচ বছর ধরে আমরা এক নম্বর টেস্ট দল। প্রতিটা ম্যাচকে গুরুত্ব দিয়েই এগুতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ’

নিজের ব্যাটিং প্রসঙ্গে এলগার বলেন, ‘৯ বছর ধরে ঘরোয়া লিগে ওপেনিং করছি। আমি জানি, একজন ওপেনারের দায়িত্ব সম্পর্কে। সেটাই করার চেষ্টা করব। সুযোগ হলে বোলিংটাও করব। ’

ডিন এলগার প্রথম ইনিংসে ৪৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২৮ রানে অপরাজিত থাকেন। তিন ওভার বল করে তামিম ইকবালের উইকেট নেন এই পার্ট-টাইম স্পিনার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।