ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শান্তি নেই, ক্রিকেটও নেই: পিসিবি’কে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
শান্তি নেই, ক্রিকেটও নেই: পিসিবি’কে বিসিসিআই ছবি: সংগৃহীত

ঢাকা: পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় টনক নড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের। বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি’কে জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার অবনতির কারণে দুই দেশের মধ্যকার কোনো সিরিজে ভারত আপাতত অংশ নেবে না।



পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত ভারতের পাঞ্জাবের একটি থানাসহ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে সেনাবাহিনীর পোশাক পরিহিত সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজনখানেক লোক। সোমবার (২৭ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে পাঞ্জাবের গুরুদাসপুরের দিনানগর থানা ও তৎসংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়।

অনুরাগ ঠাকুর জানিয়েছেন, পাকিস্তান জানে ক্রিকেট সিরিজে দুই দেশের নিরাপত্তা আর শান্তির বিষয়টি মাথায় রাখতে হয়। আমি জানি ক্রিকেট ম্যাচ সবসময় সব কিছুর উপরে থাকে। কিন্তু আমাদের দুই দেশের মধ্যকার নিরাপত্তাকে তার থেকেও উপরে রাখতে হচ্ছে।

সম্প্রতি ভারত অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজী হয়েছিল। সে সিরিজটি ভারত কিংবা পাকিস্তানে না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, পাঞ্জাবের সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারত চাইছে, কোনো রকম ঝুঁকি না নিতে। তাই আবারো প্রতিবেশী দেশ দু’টির মধ্যকার সিরিজ নিয়ে আশঙ্কা থেকেই গেল।

অনুরাগ ঠাকুর আরও যোগ করেন, সন্ত্রাসী হামলার ঘটনাটি দুই দেশের সীমান্ত ও রাজনৈতিক ইস্যুতে থাকায় ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আমরা এগুতে চাচ্ছি না। আমি সম্প্রতি আইসিসির মিটিংয়ে পাকিস্তানের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম। বার্বাডোসে অনুষ্ঠিত সে মিটিংয়ে আমরা দুই দেশের সিরিজ নিয়ে আলেঅচনা করেছিলাম।

উল্লেখ্য, ভারত আর পাকিস্তান সর্বশেষ ২০০৭ সালে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। এছাড়া ওয়ানডেতে এশিয়া কাপের আসরে এবং ২০১৫’র বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।