ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ক্রিকেট

এপিজে আবদুল কালামের মৃত্যুতে শচীনের শোক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এপিজে আবদুল কালামের মৃত্যুতে শচীনের শোক

ঢাকা: ভারতীয় ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার দেশটির সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের মৃত্যুতে নিজ টুইটারে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারতরত্ম পুরস্কার পাওয়া কালামকে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।



সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালামের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। সাবেক এই প্রেসিডেন্টের পরলোকগমনে ভারত সরকার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।

‘ভারতের মিসাইল ম্যান’ খ্যাত এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুতে শোক প্রকাশ করে শচীন তার টুইটারে লেখেন, জাতি একজন মহান ব্যক্তিকে হারিয়েছে। একজন প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে ভারতের সাবেক এ প্রেসিডেন্ট সকলের কাছে অনুপ্রেরণা ছিলেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানায়, ডঃ এপিজে আবদুল কালাম একজন অনবদ্য ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অদমনীয় এক আত্মার ব্যক্তি।

এপিজে আবদুল কালাম ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, ২৮ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।